MIST Environment Fest Poster Presentation — 2nd Runner-Up

Disclaimer: সব কথা আমার perspective থেকে বলা।
-
আজকে আলহামদুলিল্লাহ যে ছবিটি দেখছেন সেটা হলো পোস্টার প্রেজেন্টেশন এর ৩য় পুরস্কার পাবার ছবি।
-
তো এখন এটার পেছনের কথা গুলো বলি। আর অবশ্যই disclaimer দিয়ে রাখি, সেটা হলো সব কথা কিন্তু আমার perspective এ বলা।
-
কিছুদিন আগে আদনান আমাকে MIST তে case competition এ যাবার কথা বলে। আমি রাজি। এরপর দেখা গেল case competition এর schedule এর মাঝে আমাদের academic schedule এর একটা clash হচ্ছে। so, বাদ। next চিন্তা করে আদনান বললো poster দেয় হয়ত manage করা যাবে। আমি বান্দা তাতেও রাজি। এদিকে Mobisshir আগে থেকেই আদনান এর সাথে কথা বলে রেখেছে ও দেবে। এরপর পোস্টার বানানোর পালা। প্রথমে এটা বুঝতে হবে যে কি নিয়ে বানাবো? Mobasshir কিছু idea দিল, আদনান দিল। এরপর আমি Plastic Road এর idea দিলাম। আদনান এর বেশ পছন্দ হল। so, টপিক fixed.
-
এখন কে বানাবে? কেউ-ই দায়িত্ব নিতে চাচ্ছিলাম না। আর ওই সপ্তাহে আমাদের এতো rush schedule ছিল যে সত্যি বলতে কারোর উপর দোষ চাপানো উচিত হবে না। কিন্তু এই যাত্রায় আদনান আমারে উদ্ধার করল। আমি একটা চোরা বুদ্ধি আদনান রে বলছিলাম যে এই ভাবে জিনিসটা করা যায়। আমি নিজে এই ভাবে অনেক কম সময়ে পোস্টার বানাইসি sessional এ। আদনান ওই ভাবে বানায় ফেললো আমাদের কিছু না জানায়ে। ও বানানোর আগে পর্যন্ত জানতাম participate করা হবে না। এরপর পোস্টার টা আমাদের বেশ ভালো লাগলো। আমরা primary selection এর জন্য জমা দিলাম।
-
পরে mail এ organizer রা আমাদেরকে confirm করল আমরা টিকেছি। এরপর আমরা রেজিষ্ট্রেশন ফি দিয়ে participation confirm করলাম। এরপর আমরা জানতে চাইলাম exact time schedule. তারা বললেন। আমরা মিলিয়ে দেখলাম এটা আমাদের academic class গুলোর সাথে সাংর্ঘষিক। কোন ভাবেই সম্ভব না। আর আমরা এমন সব ছেলেপুলে যে আমাদের পক্ষে ক্লাস মিস দেয়া যাবে না, কিছু না হলেও Attendance এর ব্যাপার আছে। আদনান বললো এটা পেছানো যায় কিনা আমাদের পরিস্থিতি বিবেচনা করে। আমরা তাদের বললাম । তারা রাজি হল না। এরপর আমি প্রস্তাব দিলাম টাকা দিছি কিন্তু অংশ নিব না, একেবারে দুইটা loss মানা যাবে না। তাই refund এর অপশন আছে কিনা দেখতে হবে। আমরা কথা বললাম। তারা বিভিন্ন কারন দর্শানোর মাধ্যমে বললো possible না। আপনারা ভাইবেন না যে Mobasshir কিছু করে নাই। এই কথা গুলো বলছে কিন্তু Mobasshir আমাদের representative হিসেবে।
-
তার মানে আমার হাতে option একটা participate করা। কাহিনি হলো এটা feasible কিনা। তাহলে academic schedule দেখতে হবে। শনিবার CT আছে ৮ টায়। এরপর টানা ক্লাস। আর অন্যদিকে MIST বলছে আমরা ১১-১২ টার মধ্যে আসতে পারলে পোস্টার টা প্রেজেন্ট করতে পারব। সবাই চুপ। আমি Attendance sacrifice করতে রাজি। কারন এই Term এ সব ক্লাস করা। তাই সমস্যা নাই। ওরাও সব ক্লাস করছে। কিন্তু ওরা risk নিতে দ্বিধা তে আছে। আমি বললাম আমি যাবো, তোদের একজন আমি participate করতে পারবো । ওরা confirm করতেছে না। আমি জানি আমি যাই করি CT মিস দিব না। CT এর জন্য পড়তেছি। ওরা উত্তর দেয় না। অনেকখন পর আদনান বললো যাবে। Mobasshir ও বললো যাবে। এরপর আমি বুঝলাম আমাদের টিমে একটা leader দরকার ছিল। যে ডাক দিবে।
কাহিনি হলো পোস্টার প্রিন্ট করতে হবে। আমি আর আদনান বাসায় থাকি। Mubasshir থাকে হলে। ওরে বলা হলো। কিন্তু কিছু কারনে ও গেল না। আমি plan করলাম, আদনান যেহেতু পুরো পোস্টার বানায়ছে তাই ও CT দিয়ে একটা ক্লাস করবে আর আমি Mobasshir এরসাথে যাবো পোস্টার প্রিন্ট করতে। -
সকালে CT শেষ এরপর বেরিয়ে পড়লাম গাউসুল উজুম মার্কেটে। কিন্তু দোকানদার দের ঘুম শেষ হয় নি। এরপর নিলখেত আসলাম। ভাগ্যিস একটা দোকান খোলা ছিল। প্রিন্ট করায়ে সোজা মেট্রোরেল স্টেশন গেলাম। আদনান আসার আগেই MRT pass এ টাকা ভরলাম। Mobasshir দোকান থেকে মেট্রোরেল সব জায়গায় pitch মুখস্থ করতেছে। আমি কি বলব আমি জানি না কিন্তু pitch একটা ছিল। আমি মুখস্থ করি নি। চিন্তা করেছি কিছু একটা বলে দেব। আগে দেখি কি হয়।
-
গিয়ে দেখি চারপাশে শুনশান। কোথায় যে fest হচ্ছে জানি না, কিন্তু বড় একটা ব্যানার আছে। একজন আমাদের এগিয়ে দিলেন। Organizer ভেবেছিল আমরা আসব না। কারন judgement শুরু। এরপর কিছু formalities maintain করে গেলাম।
-
লাস্ট মোমেন্টে আদনান রে বললাম কিছু পয়েন্ট বল। অ বলল। এরপর যা আছে কপালে মনে করে present করলাম। যায়হোক কোন মতে বললাম কিছু একটা। আমার সুবিধা হল জীবনে অনেক বার হারছি। তাই এখন গায়ে লাগে না।
-
এরপর MIST ঘুরে চলে আসলাম।
-
বিকালের মধ্যে জানতে পারলাম আমরা একটা পুরস্কার পাচ্ছি। তখন বেশ আনন্দ হচ্ছিল। রবিবারেও কিছু ক্লাস মিস দিয়ে পুরস্কার আনতে গেলাম। আমার সব কিছুই মোটামুটি এরকম অনিশ্চয়তার মধ্যেই থাকে। সত্যি বলতে অনিশ্চিত জীবনে নিশ্চয়তা খোজা বেশ মুশকিল। এই term এ আর এরকম রিস্ক নিব না।
Back to Blog
