ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে—আমার অভিজ্ঞতা

Published
ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে—আমার অভিজ্ঞতা – cover image- Md Salehin Islam's blog

ব্যাংকএ account খুলেন দেখবেন গদগদ হয়ে হাসি মুখে খুলে দেবে। ভাগ্য ভাল হলে বিনে পয়সায় চা পান করাবে। নতুন বছর গেলে কেউ কেউ calendar দেবে। কিন্তু account close করতে যান, তাদের কথা শুনে মনে হবে তাদের বাপের জমি কেড়ে নিতে আসছেন। তারা বলবে,


Back to Blog