ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে—আমার অভিজ্ঞতা
ব্যাংকএ account খুলেন দেখবেন গদগদ হয়ে হাসি মুখে খুলে দেবে। ভাগ্য ভাল হলে বিনে পয়সায় চা পান করাবে। নতুন বছর গেলে কেউ কেউ calendar দেবে। কিন্তু account close করতে যান, তাদের কথা শুনে মনে হবে তাদের বাপের জমি কেড়ে নিতে আসছেন। তারা বলবে,
-
১. রেখে দেন পরে কাজে লাগবে (না জানি দুনিয়া উদ্ধার করা যাবে)। এক account দিয়ে সব branch এ কাজ চালাতে পারবেন।
আমার অন্য জায়গায় আছে। এটা আর use করব না। -
২. পাশের কাজ ছাড়া বসে থাকা ব্যাংকার গল্প শুরু করে দেবে, ভাই জানেন এখন মানুষ ngo থেকে loan নেয়ার জন্য bank account খুলবে, loan নিয়ে পরে close করবে। (interesting idea, আগে জানতাম না) আমাদের account এ কোন loan নেই। check করে দেখেন।
(গল্পবাজের ego hurt হয়েছে।)
এই check করে দেখ তো। loan এর account ই মনে হচ্ছে। হ্যা করেন করেন। (আর ego hurt হয়েছে। হোক) -
৩. (যখন পেল না তখন বলতেছে) পরে কিন্তু loan নিতে পারবেন না।
আচ্ছা। -
৪. (যখন একটা dps পেল) পরে কিন্তু আমাদের bank এ dps খুলতে পারবেন না। কারন account close হয়ে গেলে। আচ্ছা। যদি দরকার হয় তাইলে আবার account খুলে করব।
-
৫. আপনি কি মনে করছেন, একবার account close করলে আবার আমরা আপনাকে account খুলতে দিব?
(মানে কি? কি মনে করছ? তোমার এই বালের bank এ আবার account খুলব? এতই ভাল হলে আমি কি close করতাম? হারামজাদা। আমি কোথায় account খুলব আর কোথায় close করব সেটা কি তোর জমিদারি নাকি? তোদের যে অবস্থা বড় digit এর check দিলে মানুষ cash পায় না আবার মুরোদ দেখাতে আসছে। না ভাই আমার বড় অংকের চেক নাই। আমার সামনেই দেখলাম চেক এর against এ টাকা দিতে পারে নাই। টাকা নাই নাকি!) একগাল হাসলাম। তার রাগ আর বেড়ে গেল। -
ব্যাংক টির নাম বলা হয় নি। নাম হল "ট্রাস্ট ব্যাংক" শাখা হল "কেরানীগঞ্জ"।
Back to Blog
