দার্শনিক চিন্তা: মুদ্রাস্ফীতি, বিশ্বশক্তি, এবং সভ্যতার অগ্রগতি
কিছু philosophical কথা বলি।
-
পত্রিকা খুললে আপনি একটা জিনিস পাবেন। সেটা হলো মুদ্রাস্ফীতি। একটু খোজ নিলেই দেখবেন সব দেশের মুদ্রার মান কমছে। মানে আজকে আপনার কাছে ১০ টাকা থাকলে ১০% inflation এ এক বছর পর আপনার টাকার মান কমে হবে ৯ টাকা। এখন বাকি টাকা গেল কোথায়? কেউ টাকা দিলে কেউ পাবে। সবার যেহেতু কম বেশি মুদ্রাস্ফীতি হচ্ছে, তাই সবার টাকার মান কমছে। সবার loss হচ্ছে। লাভ হচ্ছে কার? বাকি টাকা যাচ্ছে কোথায়?কোন এক অদৃশ্য সিস্টেমে? সিস্টেম কে চালাচ্ছে?
-
এক গ্রামে ২ মাতব্বর থাকে না। কাউকে পরাজিত করে কেউ আসে, আর তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না। নাটক সিনেমার scripted দৃশ্য তে কেবল পরাজিত রা জয়ী দের জয় মেনে নেয়। বাস্তব জগতে না। তাহলে যে ব্রিটিশ সারা বিশ্ব চালাইছে ২য় বিশ্বযুদ্ধের আগে, তারা কেমনে যুদ্ধের পর নতুন বিশ্ব মোড়ল আমেরিকারে বন্ধু হিসেবে মানে? জিনিস টাকে scripted যে কে হবে বিশ্ব মোড়ল? script টা কার লেখা?
-
আমাদের দেখানো হচ্ছে আমরা প্রতিনিয়ত সভ্যতার শিখড় থেকে শিখড়ে উঠছি। অথচ, হাজার বছর আগে বানানো পিরামিড এর হুবুহু নকল বানানোর সক্ষমতা এই সভ্যতার নেই। তাহলে আমরা কোন ভিত্তিতে বলছি, যে আমরা আস্তে আস্তে উন্নত হচ্ছি?আর এই parameter কে সেট করছে?
-
এই প্রশ্ন গুলোর উত্তর নিজে নিজে খুজে বের করতে পারবেন? এগুলোর উত্তর অনেক deep!
Back to Blog
