ডিপ্লোমা ছাত্রের সঙ্গে কথা: আমার ধারণা বদলে গেল

Published
ডিপ্লোমা ছাত্রের সঙ্গে কথা: আমার ধারণা বদলে গেল – cover image- Md Salehin Islam's blog

আজ উদ্ভাসে আমি এক ডিপ্লোমা ছাত্রকে পড়ালাম। ও আসলে ভর্তি হয়েছে এই উদ্দেশ্যে যে, এইচএসসি’র পুরো কনসেপ্ট যেন ক্লিয়ার হয়। আমি আগে প্রকৌশলী অধিকার আন্দোলনে ডিপ্লোমা ছাত্রদের লেখা বা বক্তব্য দেখে ওদের প্রতি এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলাম। কিন্তু আজ এই ছেলেটার সঙ্গে কথা বলে আমার সেই ধারণা পুরো বদলে গেছে।


Back to Blog