শার্টের যৌবন আর যাতায়াতের খরচ
-
একটা জিনিস share করি। আপনি মোটামুটি একটা average ভাল মানের শার্ট কিনলেন। দাম ২০০০ টাকা। বর্তমান বাজার অনুযায়ী খুবই স্বাভাবিক। এখন আপনি মনে করেন একটা প্রতিষ্ঠান এ mid level বা management level এ আছেন। তাহলে আপনাকে পোশাকের ব্যাপারে বেশ সচেতন হতে হবে। কারন আপনাকে সবাই দেখতেছে। এখন ভাবলেন যে আপনি আপনার ২০০০ টাকার শার্ট পড়ে বাসে ঝুলে ঝুলে অফিস যাবেন। ঝামেলা হল ৪০-৫০ সিটের লোকাল বাসে যখন যখন ৮০-৯০ জন ওঠে তখন আপনি যে যত্ন করে শার্ট পরেছিলেন সেটা মানুষের সাথে ঘসাতে কত দিন যে টিকবে আর কতদিন যে যৌবন ধরে রাখবে সেটা আমার থেকে আপনি ভাল জানেন।
-
শার্ট টার ভরা যৌবন ধরে রেখে নতুনের মত রাখতে আপনাকে যা করতে হবে সেটা হল, ১০ টাকার বাস ভাড়ার জায়গায় ১০০ টাকার রিকশা ভাড়া দিয়ে যেতে হবে। শার্ট টার দীর্ঘ আয়ু ধরে রাখতে বেশি টাকা দিয়ে যে রিকশাতে যাচ্ছেন তাতে শার্টটার মাধ্যমে যে লাভবান হচ্ছেন সেই পরিমাণ যে রিকশা ভাড়া আর বাস ভাড়ার difference কে কতটা টেক্কা দিতে পারে তাই নিয়ে ভাবনা শুরু করেছিলাম কিন্তু শেষ করি নি। আপনিও শুরু করতে পারেন।
Back to Blog
