Right Team গঠন: Entrepreneurial Journey-র একটা বড় চ্যালেঞ্জ
আপনি জানেন কিনা জানি না, আমি কিন্তু ভীষণ ভাবে ব্যবসায়ী বা entrepreneur যেটা বলেন সেটা হতে চাই। কিন্তু successful হতে পারি নি। সামনে দেখি কতদূর কি করা যায়। আমি নিজেকে নিয়ে ভাবলাম যে কেন পারছি না। অনেক গুলো কারণ ছিল। তার মধ্যে অন্যতম হল, proper team বানাতে ব্যর্থ হওয়া। কারণ আমি খুব ভাল ভাবে idea থেকে business model দাঁড় করাতে পারি, product ভাল বানাতে পারি, মোটামুটি initial stage এ যা যা দরকার সব পারি মোটামুটি কাজ চালানোর মত। এমনকি আমি pitch দিয়ে fund raising করতে পারি। তাহলে কোথায় সমস্যা?
-
সমস্যা শুরু হয় এরপরে। আমি যেটায় করি সেটা part time হিসেবে। কারণ আমি এখনো ছাত্র। তাই সব কাজ আমার পক্ষে করা সম্ভব না। তাহলে, কাজ delegate করতে হবে। কিন্তু কার কাছে? কখনো কোনো decision নিতে চাইলে পরামর্শ করব। কিন্তু কার সাথে? কখনো ভেঙে পড়লে push দেবে কে? তো এইসব সহ আরো কিছু সমস্যা solve হয়ে যায় যদি right mindset এর partner পাওয়া যায়। কিন্তু আমার সাথে এখনো জিনিসটা bat এ ball এ মিলতেছে না। এমনকি মাঝে মাঝে cofounder হবার offer পাই কিন্তু হয়ত তারা enough matured না। কারণ আমি জীবনে কিছু কাজ Team করে করেছি। প্রথমে অনেক enthusiasm দেখায়। পরে সব মিলিয়ে যায়।
-
একটা উদাহরণ দিই। আমার এক জুনিয়র একটা ভাল idea নিয়ে তার friend দের সাথে বসেছে। দুইজন partner পেয়ে গেছে। ভাল কথা। কিছুক্ষণ বাদে তারা আমার জুনিয়র কে বলতেছে, share ভাগ করে ফেল আমরা যাই, কালকে CT আছে। এরপর বাংলাদেশের মানুষের এরকম ধারণা আছে যে business এর প্রথম দিন থেকেই সে suit পরে AC room এ বসে শুধু order করবে সব হয়ে যাবে। কিন্তু এটা সত্য না। বাপের ব্যবসা ছাড়া কোনো ব্যবসাতে এটা হয় না। জিনিসটা এরকম হয় যে, শুরুর দিকে cofounder দের নিজেদেরকেই set করতে হয় যে কে কি করবে আর সেটা করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় cofounder রা জানেই না কি করতে হবে, আর জানলেও কেমনে করতে হবে সেই skill থাকে না। আবার সেটা অন্যকে দিয়ে কিভাবে করাতে হয় সেটাও জানে না। কিন্তু social media তে নামের আগে বসায় cofounder।
-
আমার কথায় বলি, University Innovation Hub এর cohort এ গেলে সেখানকার mentor রা বলল ভাই, আপনার সব কিছু ঠিক আছে কিন্তু team ই ঠিক নাই। আর investors রা invest করে team এর উপরে। সত্যি বলতে আমি আগেই জানতাম। কিন্তু একটা জিনিস চিন্তা করেন right team বানানো পুরপুরি আপনার হাতে নাই। আপনি right skilled মানুষ পাইলেন কিন্তু আপনার সাথে adjust নাও হতে পারে। আবার আপনার সাথে নাও কাজ করতে চাইতে পারে। যেমন ধরেন আপনি একজনকে পছন্দ করেন, সে আপনাকে করে না। কি করবেন?
-
তাই আমি মনে করি right team form করা একটা blessing, যেটার জন্য সরাসরি আল্লাহর রহমত লাগে।
Back to Blog
