Right Team গঠন: Entrepreneurial Journey-র একটা বড় চ্যালেঞ্জ

Published
Right Team গঠন: Entrepreneurial Journey-র একটা বড় চ্যালেঞ্জ – cover image- Md Salehin Islam's blog

আপনি জানেন কিনা জানি না, আমি কিন্তু ভীষণ ভাবে ব্যবসায়ী বা entrepreneur যেটা বলেন সেটা হতে চাই। কিন্তু successful হতে পারি নি। সামনে দেখি কতদূর কি করা যায়। আমি নিজেকে নিয়ে ভাবলাম যে কেন পারছি না। অনেক গুলো কারণ ছিল। তার মধ্যে অন্যতম হল, proper team বানাতে ব্যর্থ হওয়া। কারণ আমি খুব ভাল ভাবে idea থেকে business model দাঁড় করাতে পারি, product ভাল বানাতে পারি, মোটামুটি initial stage এ যা যা দরকার সব পারি মোটামুটি কাজ চালানোর মত। এমনকি আমি pitch দিয়ে fund raising করতে পারি। তাহলে কোথায় সমস্যা?


Back to Blog